eGalaxy Online News Services https//www.egalaxyonlineservices.bloggerspot.com আমন ধানের জন্য বিঘা প্রতি রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ জুলাই ৩১, ২০২১ ☰ Horticulture আমাদের পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও বর্তমান সময়ে বিঘা প্রতি ফলন একদম স্থিতিশীল কোথাও বা নিম্নমুখী। এর কারণ একাধিক। অবৈজ্ঞানিক ভাবে সার প্রয়োগের, জৈবিক ক্রিয়ার অবক্ষয় , মাটির উর্বরতা হ্রাস, ক্রমবর্ধমান গৌণ খাদ্য ও অনুখাদ্যের ঘাটতি এবং একই ফসল চক্র ইত্যাদি বিভিন্ন কারণে ফসলের ফলন হ্রাস পাচ্ছে। তবে সঠিক পদ্ধতিতে চাষ করলে কৃষকের লাভ অবশ্যম্ভাবী। গুণমানের ফলন পেতে চারা রোয়া ও সার প্রয়োগ গুরুত্বপূর্ণ একটি পর্যায়। ধান চাষে কৃষকদের লাভের দিশা দেখাচ্ছেন কৃষি বৈজ্ঞানিক। চারা রোয়া - মূল জমিতে চারা রোয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে চারার বয়স বেশী না হয়ে যায়। কারণ যত চারার বয়স বেশী হবে তত ফলনে ঘাটতি হবে। তাই যত মাসের ধান তত সপ্তাহের চারা মূল জমিতে রোয়া করা উচিত। আর পূর্ব- পশ্চিম বরাবর চারা রোয়া করতে হবে যাতে সূর্যের আলোকে বেশী করে কাজে লাগানো যায়। রোয়ার দূরত্ব সাধারণভাবে ২০ সেমি...
Feel Good Knees For Fast Pain Relief High Converting Pain Relief Product For Knees. Demographic Male/female 45+. Email For 95% Commissions Through Entire Funnel! Avg Epc $1-2! Click Now https://910d8-p7s8awwg48ldxhxkm0yl.hop.clickbank.net/
Very good.
ReplyDelete